স্পোর্টস ডেস্ক:
আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার এখন কামিন্স। কামিন্স ছাড়াও আকাশ ছোঁয়া পারিশ্রমিকে দল পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ১৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
গত মাসেই ভারতের মাটিতে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে ষষ্ঠ বিশ্বকাপ জেতা অজিরা প্রাইজমানি হিসেবে পায় ৪৫ কোটি টাকা। এই অর্থ পুরস্কার পুরো অস্ট্রেলিয়া দলের জন্য। ঠিক এক মাস পর কামিন্স একাই এই অর্থ পুরস্কারের অর্ধেকেরও বেশি পারিশ্রমিকে নাম লেখালেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। অজি অধিনায়ক এখন ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার।
দুবাইয়ে চলমান আইপিএলের নিলামে রেকর্ড ২০ কোটি ৫০ লাখ রুপিতে কামিন্সকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশি মুদ্রায় যা ২৭ কোটি টাকারও বেশি। আইপিএলের সর্বোচ্চ পারিশ্রমিকের ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের স্যাম কারান। আইপিএলের গত আসরে ইংলিশ এই অলরাউন্ডারকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস।
গত আসরেই সর্বোচ্চ পারিশ্রমিকের ক্রিকেটারের তিনটি রেকর্ড হয়। ২০২১ আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড গড়েন ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে ১৬.২৫ কোটি রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। ২০২৩ সালের আসরে বেন স্টোকসকে একই দামে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। কিছুক্ষণের জন্য সর্বোচ্চ আইপিএলের ইতিহাসের দামি ক্রিকেটার থাকেন ইংলিশ এই অলরাউন্ডার।
এই আসরে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। স্যাম কারানকে দল ভিড়িয়ে সব রেকর্ড ভেঙে দেয় পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের সেরা পাঁচে থাকা সবাই অলরাউন্ডার। আগের রেকর্ডটিও ছিল ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের দখলে, ১৬ কোটি রুপিতে তাকে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস।
এবারের আসরে কামিন্স ছাড়াও আকাশ ছোঁয়া পারিশ্রমিকে দল পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ১৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ১১.৭৫ কোটি রুপিতে ভারতীয় অলরাউন্ডার হার্শাল প্যাটেলকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। ৭.৪ রুপিতে রাজস্থান রয়্যালস দলে ভিড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েলকে।
এমআই