স্পোর্টস ডেস্ক:
মাউন্ট মঙ্গানুইয়েই আরও একটি ইতিহাসের হাতছানি মমিনুল হকে নেতৃত্বাধীন টাইগারদের। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালেই কিউইদের মাটিতে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। দলটি জয় পেয়েছিল টেস্টে।
তবে ২০২২ সালের সেই ম্যাচের আগে-পরে কিউইদের মাঠে ওয়ানডে বা টি-টোয়েন্টি কোনো ছিল না বাংলাদেশের ঝুলিতে। তা ছাপিয়ে চলমান সফরে একের পর এক ইতিহাস গড়ে চলেছেন শান্ত-শরিফুলরা।
শেষ ওয়ানডে ৯ উইকেটের দাপুটে জয়ের পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও জয়ের দেখা পায় নাজমুল হোসেন শান্তর দল। অপেক্ষা এবার প্রথমবারের মতো নিউজিল্যান্ডে সিরিজ জয়ের।
তারই লক্ষ্য আজ (শুক্রবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।
বল হাতে দারুণ ছন্দে আছেন শরিফুল-মাহেদিরা। সবশেষ দুই ম্যাচ জয়ের বড় কৃতিত্ব মূলত বোলারদেরই। এদিকে ব্যাট হাতে ছন্দে ফিরেছেন লিটন-সৌম্যরাও। এতে আরও একটি জয় তুলে ইতিহাস গড়াটা কেবলই সময়ের দাবি।
তবে উইনিং ইলেভেন ভেঙে এদিন একাদশে আসতে পারে পরিবর্তন। আগের দিন ব্যাট হাতে দলকে জিতিয়ে মাঠ ছাড়া লিটনকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সেই ম্যাচ শেষে দুই পায়ে ব্যান্ডেজ নিয়ে টিম বাসে উঠেন তিনি।
শেষ পর্যন্ত অস্বস্তি কাটিয়ে একাদশে না ফিরতে পারলে তার বদলে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।
সময় জার্নাল/এলআর