সময় জার্নাল ডেস্ক:
ভোরে নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে উঠবে নতুন সূর্য। সেই সূর্যের আলোয় ধুয়ে-মুছে যাবে সব গ্লানি, দুঃখ আর কষ্ট। আজ ইংরেজি বছর ২০২৩সালের শেষ দিন। নতুন বছরটি হচ্ছে ২০২৪ সাল।
আজকের দিনটি ‘‘সেন্ট সিলভেস্টার’স ডে’’, নববর্ষের প্রাক্কালে বা পুরানো বছরের শেষ দিবস/রাত্রি নামেও পরিচিত। একই সাথে এটি বছরের চতুর্থ এবং শেষ প্রান্তিকের শেষ দিন।
১৯ শতক থেকে আনুষ্ঠানিকভাবে নিউ ইয়ার পালন শুরু হয়। নতুন বছরের আগের দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর হচ্ছে নিউ ইয়ার ইভ। এদিন নতুন বছরের আগমনে বিশ্বের বিভিন্ন দেশে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। ইংরেজি নতুন বছরকে ঘিরে বাংলাদেশেও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
এই প্রত্যাশাতেই পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা বিশ্বের মানুষ। তবে বর্ষবরণের উৎসবের আগে মনে রাখতে হবে, বছরের শেষ দিন মানে তো জীবনের শেষ দিন নয়। মধ্যরাতে শুরু হবে বর্ষবরণ আয়োজন।
বিদায় ২০২৩। আরেকটি খ্রিষ্টীয় বছরের সমাপ্তি। আজ রোববার সূর্যাস্তের মধ্য দিয়ে শুরু হবে খ্রিষ্টীয় এই বছরকে বিদায়ের আয়োজন। সাঁঝ গড়িয়ে মধ্যরাত হতেই মহাকালে হারিয়ে যাবে আরেকটি বছর। বিদায়ী বছরের দুঃখ-বেদনা ভুলে নতুন আশায় স্বাগত জানানো হবে ২০২৪ সালকে।
সব বিদায়েই থাকে আনন্দ-বেদনার কাব্য। ২০২৩ সালকে বিদায়ের মুহূর্তেও ‘না পাওয়ার বেদনা’ মনকে ভারাক্রান্ত করে। তবে আগামীতে সব অনিশ্চয়তা কেটে যাওয়ার আশায় বুক বাঁধে মানুষ। নেতিবাচক বিষয়গুলো দূরে ঠেলে সুন্দর আগামীর প্রত্যাশা করেন সবাই।
শিবরাম চক্রবর্তী লিখেছিলেন, ‘বহু বছরের কঠিন পরিশ্রমের পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, “নতুন বছর নতুন বছর” বলে খুব হইচই করার কিস্যু নেই। যখনই কোনো নতুন বছর এসেছে, এক বছরের বেশি টেকেনি।’ নববর্ষ নিয়ে উন্মাদনার অন্তঃসারশূন্যতা শিবরামের মতো আর কে বুঝতে পেরেছেন!
সময় জার্নাল/এলআর