বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

কুমিল্লা-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানের জমজমাট প্রচারণা, নেতাকর্মীদের উচ্ছাস

সোমবার, জানুয়ারী ১, ২০২৪
কুমিল্লা-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানের জমজমাট প্রচারণা, নেতাকর্মীদের উচ্ছাস

মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে স্বতন্ত্র প্রার্থী, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমানের মিজানুর রহমানের কর্মী-সমর্থকদের মাঝে উচ্ছাস বেড়েই চলছে।

জমজমাট প্রচারণায় খুশি সাধারণ ভোটাররাও। চলছে মিছিল, সভা-সমাবেশ ও অফিস উদ্বোধন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও কর্মী-সমর্থকরা। পোস্টারে ছেয়ে গেছে উপজেলার সব বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও গ্রামাঞ্চল। ২০১৪ ও ২০১৮ সালে এমন চিত্র দেখেনি এ উপজেলার জনগণ।

তথ্য সূত্র বলছে, অতীতের সব জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনীত মুজিবুল হক এমপির পক্ষে কাজ করেছেন বর্তমান স্বতন্ত্র প্রার্থী, সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। পরপর দুই বার পৌরসভার মেয়র নির্বাচিত হলেও মিজানুর রহমানকে ২০১৯ সালের ১০ অক্টোবর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে গঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ কোন পদ দেয়া হয়নি।

এ ক্ষোভে তৃণমূলের কর্মীরা মিজানুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে শুরু করে। যার ফলে মিজানুর রহমান জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে। স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের পক্ষে কাজ করছেন উপজেলা আ’লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, উপজেলা যুবলীগের আহবায়ক, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারসহ উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা মোঃ মিজানুর রহমান সোমবার সন্ধ্যায় গুণবতীতে নির্বাচনী সমাবেশে বলেন, চৌদ্দগ্রাম পৌরসভাসহ পুরো উপজেলায় সর্বশ্রেণীর মানুষ আমার ফুল কপি মার্কার পক্ষে মাঠে নেমেছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ নৌকা প্রতিকের সমর্থকরা বিভিন্নস্থানে ফুলকপি মার্কার সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছে। বিষয়টি নির্বাচন কমিশন ও প্রশাসনকে জানানো হয়েছে। চৌদ্দগ্রামের মানুষ অতীতের জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ৭ জানুয়ারি সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে বিজয়ী হবো, ইনশাআল্লাহ’। 

উল্লেখ্য, মিজানুর রহমান ছাড়াও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আ’লীগের মুজিবুল হক নোকৗ, ইসলামী ঐক্যজোটের মুফতি মোঃ খোরশেদ আলম মিনার মার্কা, জাতীয় পার্টির মোঃ মোস্তফা কামাল লাঙ্গল মার্কা, গণফোরামের আবদুর রহমান জাহাঙ্গীর উদয়মান সূর্য মার্কা, স্বতন্ত্র প্রার্থী মোঃ নিজাম উদ্দিন ঈগল মার্কা, বিএনএফের জসিম উদ্দিন টেলিভিশন মার্কা ও তৃণমূল বিএনপির ইলিয়াছ মজুমদার সোনালী আশ। তবে, নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে রাজনৈতিক গুরু মুজিবুল হকের নৌকা ও শিষ্য মিজানুর রহমানের ফুলকপির মধ্যে-এমন অভিমত ভোটারদের। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল