শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে উত্তরাঞ্চলের নদী তিস্তায় হঠাৎ করেই পানি বেড়েছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
শুক্রবার (২৮ মে) দুপুরে ১২টায় দেশের বৃহত্তম সেচপ্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে বিপদ সীমার ৩০ সে:মি: নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানের পাহাড়ি ঢলে আজ সকাল থেকে তিস্তার পানি হঠাৎ করে বাড়তে থাকে। তবে ব্যারেজের সবগুলো কপাট খুলে দেয়া হয়েছে। সন্ধ্যার মধ্যে পানি কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সময় জার্নাল/এমআই