শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১৩

শুক্রবার, জানুয়ারী ৫, ২০২৪
কুমিল্লায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১৩

কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে নগরীর মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন জানান, ডামি নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনসহ বিভিন্ন দাবিতে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিনা উস্কানিতে পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তবে আহতদের নাম জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, নাশকতার উদ্দেশ্য বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে সন্দেহজনক দুজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল