নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর ২০২৪-২০২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ০৯ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত পরিষদ নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষ্যে অদ্য ১৪ জানুয়ারি ২০২৪ সন্ধ্যায়, উত্তরা ক্লাবে সম্মিলিত পরিষদের উদ্যোগে ‘টেকসই পোশাক শিল্প বিনির্মাণে সম্মিলিত পরিষদ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত পরিষদের ২০২৪ -২০২৬ নির্বাচনের প্রধান সমন্বয়কারী মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম, মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আব্দুস সালাম মুর্শেদী এমপি, সাবেক সভাপতি বিজিএমইএ, শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক এমপি ও সাবেক সভাপতি বিজিএমইএ, খশরু চৌধুরী এমপি, ও পরিচালক বিজিএমইএ, সৈয়দ নজরুল ইসলাম ১ম সহ- সভাপতি বিজিএমইএ, আবদুল মোমিন মন্ডল এমপি, দেওয়ান জাহিদ আহমেদ টুলু এম পি, এবং সম্মিলিত পরিষদের প্যানেলের দলনেতা ও বিজিএমইএ এর সিনিয়র সহ -সভাপতি এস এম মান্নান (কচি)।
সভায় পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি এবং টেকসই পোশাক শিল্প বিনির্মানকে প্রাধান্য দিয়ে সম্মিলিত পরিষদের নির্বাচনী ইশতেহার তৈরি বিষয়ে নেতারা মতবিনিময় করেন।
সভায় উল্লেখযোগ্য সংখ্যক পোশাক উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এমআই