এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতা। স্থানীয় শেখ জামাল স্টেডিয়ামে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুরের ভেন্যুতে মোট চারটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও মাদারীপুর। এতে উদ্বোধনী খেলায় শরীয়তপুর জেলা দল মাদারীপুর জেলা দল মোকাবেলা করছে । খেলাটি ৫০ ওভারে অনুষ্ঠিত হচ্ছে।
এ টুর্নামেন্টে ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) এবং সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব রয়েছে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা।
এই টুর্নামেন্ট থেকে ভালো মানের খেলোয়ার বেরিয়ে আসবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।
সময় জার্নাল/এলআর