বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

‘এক চীন’ নীতিতে অটল বাংলাদেশ

মঙ্গলবার, জানুয়ারী ১৬, ২০২৪
‘এক চীন’ নীতিতে অটল বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ তাইওয়ানের সাম্প্রতিক নির্বাচনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং ‘এক চীন’ নীতির প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছে।

পোস্টে জানানো হয়েছে, তাইওয়ানের সাম্প্রতিক নির্বাচন বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশ ‘এক চীন’ নীতির প্রতি তার দৃঢ় আনুগত্য পুনর্ব্যক্ত করেছে।

এতে আরও বলা হয়, ঢাকা জাতিসংঘ সনদের চেতনায় এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে।

প্রসঙ্গত, ১৩ জানুয়ার অনুষ্ঠিত নির্বাচনে তাইওয়ানের প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন চীনবিরোধী ও স্বাধীনতাপন্থি নেতা লাই চিং তে। এ নিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় বসছে লাইয়ের ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি)।

লাইকে নির্বাচিত না করতে ভোটের আগেই তাইওয়ানিজ ভোটারদের হুঁশিয়ারি দিয়েছিল চীন। এই নির্বাচনকে ‘যুদ্ধ ও শান্তি’র মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়া হিসেবে উল্লেখ করেছিল বেইজিং।

কিন্তু ফলাফলে দেখা গেছে, তাইওয়ানের ভোটাররা চীনের সেই হুঁশিয়ারিকে পাত্তা দেননি। দ্বীপটির বর্তমান ভাইস-প্রেসিডেন্ট লাইকেই ভোট দিয়েছেন তারা।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল