মোঃ শামীম হোসাইন, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র বিতরণ করেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ১০০০ হাজার শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোঃ ইব্রাহিম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার, উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা প্রমুখ।
এছাড়াও উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী পুরস্কার বিতরণ, উপজেলা কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেন সংসদ সদস্য শ ম রেজাউল করিম।
সময় জার্নাল/এলআর