অর্থনৈতিক প্রতিবেদক: চট্টগ্রামের ব্যবসায়ী শিল্পপতিদের অন্যতম সংগঠন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২৩ সালের নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি, গরীববান্ধব অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ। এ নিয়ে তিনি পঞ্চমবারের মতো চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক নির্বাচিত হয়েছেন।
রোববার (৩০ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে নির্বাচন বোর্ডের উপস্থিতিতে অফিস বিয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অধ্যাপক পারভেজসহ ৪৫ পরিচালকের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে টানা ৫ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মুসা সিকদার, সদস্য অধ্যক্ষ আবু তৈয়ব ও অধ্যক্ষ হাসিনা খানম উপস্থিত ছিলেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নব নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের নব নির্বাচিত পরিচালকদের মধ্যে অধ্যাপক আহসানুল আলম পারভেজসহ আরও রয়েছেন আলহাজ্ব খলিলুর রহমান, শওকত আলী চৌধুরী, সাইফুল আলম মাসুদ, এ.এম. মাহবুব চৌধুরী, এম এ মালেক, মোহাম্মদ আব্দুস সালাম, জসিম উদ্দিন চৌধুরী, নূরুল আবছার, মো. সাহাবউদ্দিন আলম, আবুল বাশার চৌধুরী, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া, শফিক উদ্দিন, আবুল কালাম, ডা. মহসিন জিল্লুর করিম, সেলিম রহমান, আব্দুস সামাদ লাবু, ইকবাল হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার মো: সাখাওয়াত হোসেন, মোহাম্মদ নাছিরউদ্দিন, এস এম শামীম ইকবাল, এইচ এম হাকিম আলী, নাদের খান, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দ নূরুল ইসলাম, মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ এনামুল হক, হাজী এম এ মালেক, এস এম আব্দুল হাই, সৈয়দ মোহাম্মদ আবু তাহের, আলহাজ্ব মোহাম্মদ শফি, আবু সাঈদ চৌধুরী, মোহাম্মদ লোকমান হাকিম, ডব্লিউ আর আই মাহমুদ রাসেল, মোহাম্মদ মহসিন, সুলতানা শিরিন আক্তার, মোহাম্মদ দিদারুল আলম, আমির আলী হোসেন, সাজিব আহমেদ, আহমেদুল হক, এম. সোলায়মান এফসিএমএ, সৈয়দ নজরুল ইসলাম, অজিত কুমার দাশ ও বোরহানুল এইচ চৌধুরী।
পরবর্তীতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মুসা সিকদার
নির্বাচনী তফসিল মোতাবেক ৮ জন অফিস বিয়ারার যথাক্রমে একজন সভাপতি, একজন প্রথম সহ-সভাপতি, পাঁচজন সহ সভাপতি এবং একজন কোষাধ্যক্ষ নির্বাচনের জন্য প্রস্তাব আহ্বান করেন। উপস্থিত পরিচালকবৃন্দ সর্ব সম্মতিক্রমে অফিস বিয়ারার নির্বাচন করেন। এতে কেডিএস লজিস্টিক লিমিটেডের আলহাজ্ব খলিলুর রহমান সভাপতি, নামরীন এন্টারপ্রাইজ লিমিটেডের শওকত আলী চৌধুরী ১ম সহ সভাপতি, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাট্রিজের সাইফুল আলম মাসুদ, আরাফাত ফ্যাশন গার্মেন্টস্ লিমিটেডের এ.এম. মাহবুব চৌধুরী, দৈনিক আজাদীর এম এ মালেক, মীর পাল্প এন্ড পেপার ইন্ডা. লিমিটেডের মোহাম্মদ আব্দুস সালাম, দ্য পূর্বকোণ লিমিটেডের জসিম উদ্দিন চৌধুরী সহ-সভাপতি এবং এমইবি পেপার এন্ড বোর্ড মিলস্ লিমিটেডের নুরুল আবছার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
পঞ্চমবারের মত চিটাগাং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক নির্বাচিত হওয়ায় এনবিইআর’র প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সিনিয়র অধ্যাপক পারভেজকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শুভেচ্ছা জানিয়েছেন।
সময় জার্নাল/এসএ