খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে ইট ভাটায় কয়লার বদলে কাঠ পোড়ানোসহ সব ধরনের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) সন্ধ্যায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বিকেবি ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়৷ জব্দকৃত কাঠ বন বিভাগের জিম্মায় দেয়া হয়।
এছাড়া রামু রাজারকুল পাঞ্জেখানা এলাকায় রেজিস্ট্রেশন ব্যাতীত যান ব্যবহার করে অবৈধ বালু পরিবহন করায় ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং রামু চেইন্দা এলাকায় মাটি কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নিরুপম মজুমদার জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই রামুতে অনেক ইট ভাটা পরিচালিত হয়ে আসছিল।
এছাড়া এখানে কয়লার বদলে কাঠ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগও রয়েছে এবং বাঁকখালী নদীসহ খাল, ছড়া থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন, কৃষি জমি থেকে মাটি কাটাসহ জনস্বার্থে এসব অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালিত হবে।
সময় জার্নাল/এলআর