মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর রামনগর উন্নয়ন ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রেলিয়া'র মেলবোর্নের নোটারী ক্লাব অব বল্উইনের আর্থিক সহযোগিতায়, অস্ট্রেলিয়ার সাহায্য সংস্থা 'সেবা'র উদ্যোগে এবং বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থা অল্টারনেটিভ এপ্রোচ'র ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলার বিরল উপজেলার জয়নুল মোদিখানায় অবস্থিত মাজেদা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ও প্রকল্প পরিচালনায় এই চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি-২০২৪) সকাল ১০টায় শহরের রামনগর ক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে চুক্ষু শিবিরের উদ্বোধন করেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী অস্ট্রেলিয়া সেবা ফাউন্ডেশনের প্রতিনিধি ডা. আহমদ শরিফ শুভ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন রামনগর উন্নয়ন ক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোঃ মোকসেদুর রহমান শাহজাদা।
অনুষ্ঠানে রামনগর উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ ক্লাবের অন্যান্য সদস্য ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
ফ্রি চক্ষুশিবিরে চক্ষুরোগীদের সেবা প্রদান করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও মাজেদা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান-কাম প্রধান কনসালটেন্ট ডা. খন্দকার মোঃ আবুল এহসান।
ফ্রি চক্ষু শিবিরে দৃষ্টিস্বল্পতা অর্থাৎ প্রতিসরণ ত্রুটি, গ্লুকোমা, ডায়াবেটিসজনিত রেটিনা ক্ষয়সহ বিভিন্ন চক্ষুরোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সময় জার্নাল/এলআর