নিজস্ব প্রতিবেদক:
লেখক-পাঠক ও প্রকাশকদের প্রাণের বইমেলা ঘিরে অপেক্ষায় কাটে পুরো বছর। নতুন চিন্তার, নতুন লেখা নিয়ে পাঠকের সামনে আসতে দিন গুনতে থাকেন লেখকরা। মেলার আগে থেকে বই ছাপানোর কাজে নামেন প্রকাশকরা। শুরুর দিন থেকে মেলা চলাকালে প্রতিদিনই পাঠকের হাতে উঠে নতুন বই।
এ ধারাবাহিকতায় শনিবার (১৭ ফেব্রুয়ারি) মেলায় এসেছে ১৭১টি নতুন বই। আর এ নিয়ে মেলার মোট ১৭ দিনে নতুন বই এসেছে ১ হাজার ৭৯৫টি।
বাংলা একাডেমি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
একাডেমির তথ্য বলছে, ১৬ ফেব্রুয়ারি নতুন বই এসেছে ২৯৮টি, ১৫ ফেব্রুয়ারি ৯৭টি, ১৪ ফেব্রুয়ারি ৯১টি, ১৩ ফেব্রুয়ারি ১১০টি, ১২ ফেব্রুয়ারি ১১৫টি, ১১ ফেব্রুয়ারি ৯২টি, ১০ ফেব্রুয়ারি ১৫২টি, ৯ ফেব্রুয়ারি ১৭১ টি, ৮ ফেব্রুয়ারি নতুন বই আসে ৮০টি, ৭ ফেব্রুয়ারি এসেছে ৬৯টি, ৬ ফেব্রুয়ারি ১০৮টি, ৫ ফেব্রুয়ারি ৭০টি, ৪ ফেব্রুয়ারি ৬৬টি, ৩ ফেব্রুয়ারি ৭৪টি এবং ২ ফেব্রুয়ারি নতুন বই এসেছিল ৩১টি।
এমআই