ইসাহাক আলী, নাটোর: নাটোরে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পেলেও; সার্বিক বিবেচনা করে এখনই লকডাউন দিচ্ছে না জেলা করোনা প্রতিরোধ কমিটি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও কঠোর বিধি নিষেধ মানাতে আইন প্রয়োগ করার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় নাটোরে করোনা সংক্রমনের হার ৫১.১২ শতাংশে বৃদ্ধি পেয়েছে।
হাসপাতালে বেডের সংকট রয়েছে তবে অক্সিজেনের কোন সংকট নেই।
গত ২৪ ঘন্টায় ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনা পজিটিভ
হয়েছে। মঙ্গলবার করোনায় আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে নাটোরে
করোনায় মারা গেলেন মোট ২৬ জন। এ পর্যন্ত নাটোরে করোনায় মোট আক্রান্তের
সংখ্যা ১৭৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৯৪ জন।
অপরদিকে নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটের ৩১ বেডের সবগুুর রোগীতে পূর্ণ হয়ে গেছে। বর্তমানে ৩১বেডের মধ্যে ৩২জন ভর্তি রয়েছে করোনা ওয়ার্ডে। তবে সেন্ট্রোল অক্সিজেন এবং সিলিন্ডার অক্সিজেনের কোন সংকট নেই বলে জানান, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার।
করোনা প্রতিরোধ সভায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারণার পরিধি বৃদ্ধি, খাবার হোটেলগুলোতে বসে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করে পার্সেল বিক্রি এবং করোনা পজিটিভ ব্যক্তিদের বাড়ি বা সংক্রমণ এলাকায় লালপতাকা উত্তোলন করার সিদ্ধান্ত হয়।
এসব কার্যকর করতে বুধবার শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান জেলা প্রশাসক
মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এছাড়া শহরের ব্যস্ততম এলাকায় চেক পয়েন্ট বসিয়ে যানবাহন ও অতিরিক্ত ভীড় নিয়ন্ত্রণ করছে পুলিশ। মাস্ক ছাড়া কাউকে শহরে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। তথ্য অফিস, পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান মাইকিংসহ নানা প্রচারণা চালাচ্ছে। এছাড়া আইনী কঠোরতা
আরোপে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল জরিমানা করছে প্রশাসন।
সময় জার্নাল/এমআই