মো. জাহিদুল হক, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষা উপলক্ষে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ১১ টা থেকে শুরু হয়ে ১২ টায় শেষ হয় ভর্তি পরীক্ষা। এসময় পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করতে দেখা যায়।
শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সিএফসি গ্রুপের নেতা সাদাফ খান বলেন, আমরা ছাত্রলীগের পক্ষ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি।
পরিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ১ হাজার বোতল পানি বিতরণ, পরিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ (কলম ও ফাইল), পুরা ক্যাম্পাসে "জয় বাংলা" বাইক সার্ভিস প্রদান, শিক্ষার্থীদের তথ্য সেবা কেন্দ্র, ২ই মার্চ জাতীয় পতাকা দিবস উপলক্ষে সবার মাঝে পতাকা বিতরণ করেছি।
তিনি আরও বলেন, চবি ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে আছে। যেকোন সাহায্য সহযোগিতায় আমরা শিক্ষার্থীদের পাশে আছি।
সময় জার্নাল/এলআর