মো. জাহিদুল হক, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্নাতক প্রথম বর্ষের 'ডি-১' উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মার্চ) বেলা ১১ টা থেকে শুরু হয়ে ১২ টায় শেষ হয় পরীক্ষা। 'ডি-১' উপ ইউনিটে মোট আবেদন করে ১৯৯৪ জন। তবে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১৩৪৪ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৬৭.৪০ শতাংশ। দুপুর আড়াইটার দিকে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সুন্দরভাবেই 'ডি-১' উপ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কুমিল্লা থেকে আসা শিক্ষার্থী নাহিয়ান হক অনাবিল বলেন, ইংরেজি অংশের ভোকাবুলারিগুলো একটু কঠিন লেগেছে। বাকিগুলো সহজই ছিলো। পুরাতন প্রশ্ন রিপিট হয়েছে অল্প। শিক্ষকরা একটু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কঠোরভাবে পরীক্ষা নিয়েছেন।
চট্টগ্রামের হাটহাজারী কলেজের শিক্ষার্থী ফারহান আলম সাবিত বলেন, আমার কাছে সাধারণ জ্ঞান অংশটি কঠিন লেগেছে। অন্যান বাংলা এবং ইংরেজি সহজই ছিলো। কিন্তু হল শিক্ষকরা একটু বেশিই কড়াকড়ি করেছেন।
উল্লেখ্য, ৮ মার্চ অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এ ছাড়া ‘বি–১’ উপ–ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি–১’ উপ–ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।
সময় জার্নাল/এলআর