মো. মাইদুল ইসলাম:
দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২০২৫) নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। নির্বাচনে সরকার-সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী হলেন সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
সুপ্রিম কোর্ট বারকে দেশের অন্যতম সেরা স্মার্ট পেশাজীবী প্রতিষ্ঠানে পরিণত করতে চাওয়া মঞ্জুরুল হক িপ্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত হলে দক্ষ ও স্মার্ট বার উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক জানান তার পরিকল্পনার কথা। তিনি জানান, সম্পাদক নির্বাচিত হলে আইনজীবীদের জন্য একটি মাল্টিপারপাস বহুতল ভবন নির্মাণ ও ভবনের সকল সুযোগ সুবিধা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। আইনজীবীদের যাতায়াতের জন্য বিশেষ এসি বাস ব্যবস্থা করবেন।
নারী আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারীদের জন্য ভিন্ন বাস সার্ভিস চালু করবেন। এছাড়াও তাদের পেশাগত মান উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষনের ব্যবস্থা করবেন এবং তাদের সকল যুগোপযোগী সুযোগ নিশ্চিতকরণে কাজ করবেন।
আগামী ৬ ও ৭ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমআই