চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব যুব গ্রুপের নতুন কমিটি ঘোষণা হয়েছে। সভাপতি হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী রাব্বি তৌহিদকে এবং সাধারণ সম্পাদক একই বিভাগের শিক্ষার্থী মো: খাইরুল ইসলাম।
রবিবার (৩ মার্চ) রাত ৯ টায় অনুষ্ঠিত এক বৈঠকে ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসেন এ কমিটি ঘোষণা করেন।
ক্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের জায়গাগুলোতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ভোক্তা অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। খাবারের নিম্নমান ও অধিক মূল্য, অতিরিক্ত ভাড়া আদায়, ভেজাল পণ্য সরবরাহসহ নানান সমস্যায় জর্জরিত চবি ক্যাম্পাস। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে অমানবিকভাবে রিক্সা,সিএনজি ও বাস চালকদের অতিরিক্ত ভাড়া আদায় এবং দোকানীদোর চড়া মূল্যে পণ্য বিক্রয়ের ঘটনা হরহামেশাই দেখা যায়। যা ভোক্তা অধিকারকে ক্ষুন্ন করে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এমতাবস্থায় আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোক্তা অধিকার নিশ্চিতে কাজ করবে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব যুব গ্রুপের চবি শাখা।
এমআই