ইবি প্রতিনিধি
প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থীরা মিলিত হচ্ছেন তাদের সাবেক শিক্ষায়তনে। শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত হবে বিভাগটির রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী। পুনর্মিলনী আয়োজক কমিটির আহবায়ক ও বিভাগটির অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এছাড়া পুনর্মিলনীতে অংশ নিতে ক্যাম্পাসেও আসতে শুরু করেছেন আগ্রহী শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল ৪টা থেকে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম। পরের দিন পুনর্মিলনীর মূল অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১০টা থেকে শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, অতিথিদের বক্তব্য, ফটোসেশন, সাংগঠনিক সভা, র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন।
পুনর্মিলনী আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘১৯৯৫ সালে বিভাগটি প্রতিষ্ঠা হওয়ার পর এটি আমাদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হওয়ার পথে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি অ্যালামনাই এসোসিয়েশন গঠন। যার মাধ্যমে আমাদের বিভাগের প্রাক্তন শিক্ষার্থী গ্রাজুয়েটদের সাথে বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সাথে একটি ভালো যোগসূত্র তৈরি হবে। যাতে আমাদের বিভাগ উপকৃত হয়, বিশ্ববিদ্যালয় উপকৃত হয়।’
আরইউ