তিতুমীর কলেজ প্রতিনিধি :
রাজধানীর গুলশান এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমাম হোসেন (২২) নামে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত ইমাম তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বনানী থানা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, বন্ধুকে সঙ্গে নিয়ে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে গুলশান-২ থেকে গুলশান-১ এর দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন ইমাম। এসময় পেছন থেকে ‘গুলশান চাকা’ নামে একটি বাস তাদের ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা সেখান থেকে তাদের উদ্ধার করে শাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় ইমামকে ন্যাশনাল নিউরো সাইন্স মেডিকেলে (আগারগাঁও) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
রোববার (১০ মার্চ) রাজধানী গুলশান থানার ওসি অপারেশন আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনা আমরাও শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত বলতে পারবো।’
এমআই