আদালত প্রতিবেদক
দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর হামলার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ছাত্রলীগ নেতাসহ দুই আসামি।
আসামিরা হলেন- তিতুমীর সরকারি কলেজের ছাত্রলীগের সহ-সম্পাদক এস এম ইমরুল রুদ্র ও সাইফুল নিজাম কায়সার।
সোমবার (২৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজহারে বলা হয়, গত ২২ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে তিতুমীর কলেজে ইফতার শেষে বের হয়ে আসার সময় আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসের মূল ফটকের সামনে বটতলায় পৌঁছা মাত্রই আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে লোহার রড, হকিস্টিক ও লাঠিসহ সাংবাদিক সাব্বির আহমেদের পথরোধ করে অতর্কিতভাবে আক্রমণ করে। তখন আসামি রুদ্র তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাব্বির আহমেদের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
এদিকে হামলার ঘটনার পর রুদ্রকে সহ-সম্পাদক পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
আরইউ