রাবি প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেলা সাড়ে ১২ টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় রাবির শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদি নেতৃত্বে এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের অকুতোভয় অবদানে আমাদের স্বাধীনতার অভীষ্ট লক্ষ্য অর্জন সম্ভব হয়। আত্মদানকারী এসব শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে ও বীর মুক্তিযোদ্ধাদের অকুতোভয় অবদানে সম্ভব হয় আমাদের স্বাধীনতা অর্জন। বঙ্গবন্ধু বাঙালি জাতির মনে স্বাধীনতার যে আকাঙ্খা ও চেতনার সৃষ্টি করেছিলেন তাতেই উজ্জীবিত হয়ে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতি গর্বিত।
উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, প্রাধ্যক্ষবৃন্দ ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে কুচকাওয়াজ, শেখ রাসেল স্কুল ও বিশ্ববিদ্যালয় স্কুলে অনুষ্ঠান, কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন আয়োজনে মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন।
আরইউ