সময় জার্নাল ডেস্ক:
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি বিবেচনায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করেছেন রাজধানী ঢাকার এক বাড়ির মালিক। ভাড়াটিয়াদের ঈদ আনন্দকে প্রাণবন্ত করতে এক মাসের বাড়িভাড়া মওকুফ করে চিঠির মাধ্যমে জানিয়েছেন মিরপুর এলাকার ওই বাড়ির মালিক।
সোমবার (১ এপ্রিল) সামাজিকমাধ্যম ফেসবুকে ভাড়া মওকুফের চিঠিটি ভাইরাল হয়।
ভাইরাল ওই চিঠির লেখাগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো- ‘নিত্যপণ্যের মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আসন্ন ঈদের অতিরিক্ত খরচের চাপ কমানো এবং আপনাদের ঈদ আনন্দকে প্রাণবন্ত করার উদ্দেশ্যে এপ্রিল, ২০২৪ মাসের মূল ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হইল।’
বিষয়টি নিয়ে জনৈক ব্যক্তির সামাজিকমাধ্যমে পোস্ট দেওয়ার পর মুহূর্তের মধ্যে বিষয়টি ভাইরাল হয়ে যায়। এনিয়ে নিজেদের বিভিন্ন মতামত দিতে দেখা গেছে নেটিজেনদের।
এমআই