স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তি ও বেতন কমানো নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আন্দোলনে নেমেছেন খেলোয়াড়রা। আর তাতে করে ইংল্যান্ড সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। রবিবার পর্যন্ত খেলোয়াড়রা কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেননি। এমনকি স্বাক্ষর করেননি ইংল্যান্ড সফরের চুক্তি পত্রেও!
শ্রীলঙ্কার নতুন কেন্দ্রীয় চুক্তিতে অ্যাঞ্জেলো ম্যাথুসের বার্ষিক বেতন ১ লাখ ৩০ হাজার ডলার থেকে কমিয়ে ৮০ হাজার ডলার করা হয়েছে। আর দিমুথ করুণারত্নের বার্ষিক বেতন ৭০ হাজার ডলার থেকে কমিয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে। এভাবে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া সবার বেতনই কমানো হয়েছে। সেটা নিয়েই আন্দোলনে নেমেছেন ক্রিকেটাররা।
তাদের সঙ্গে যোগ দিয়েছেন আভিষকা ফার্নান্দো, রোশান সিলভা, নুয়ান প্রদীপসহ আরও ১৪ ক্রিকেটার। যারা ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করা সত্ত্বেও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি।
খেলোয়াড়দের দাবি কেন্দ্রীয় চুক্তি, ইংল্যান্ড সফরের চুক্তিতে তারা কোনোভাবেই স্বাক্ষর করবে না যতোক্ষণ না এই সমস্যার একটা যৌক্তিক সমাধান না হয়।
সময় জার্নাল/আরইউ