দিনাজপুর প্রতিনিধি
পাঁচ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম।
রবিবার (২১ এপ্রিল) বিকেলে দিনাজপুর জেলা কারাগার হতে মুক্তি পান তিনি।
এর আগে গত ১৭ এপ্রিল ২০২৪ তারিখ দুপুরে বিরল থানার নাশকতার একটি মামলায় দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ মোঃ যাবিদ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে বিকেলে দিনাজপুর জেলা কারাগার হতে মুক্তি পাওয়ার পর জেল রোডস্থ দলীয় কার্যালয়ে আসলে মোজাহারুল ইসলামকে জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্নাসহ দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়া জেলা ছাত্রদলের সভাপতি রেজার রহমান রেজা, বিরল উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, বিরল বিএনপি নেতা গোলাম মোস্তফা গোলাপ, আব্দুল হাকিম, জামাল উদ্দীন আলাল, বিরল উপজেলা ছাত্রদলের আহবাক সুমন রেজা, তাঁতীলের আহবায়ক লুৎফর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, যুবদল নেতা রুবেল রানাসহ বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী
মোজাহারুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
আরইউ