সময় জার্নাল ডেস্ক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সুরক্ষা সেবা বিভাগ) মোসাম্মাৎ শাহানারা খাতুনকে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।
রবিবার (২১ এপ্রিল ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদেশটি ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সুরক্ষা সেবা বিভাগ) মোসাম্মাৎ শাহানারা খাতুনকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
প্রসঙ্গত, ত্রয়োদশ বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিপ্রাপ্ত হন শাহানারা খাতুন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে শাহানারা খাতুনকে সচিব হিসাবে নিয়োগ দিয়েছেন সরকার।
শাহানারা খাতুন ১৯৬৭ সালের ১৪ অক্টোবর যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নারিকেলবাড়িয়া গার্লস স্কুল থেকে মাধ্যমিক ও যশোর মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জন করেন।
শাহানারা খাতুনের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস.এম. মান্নান, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তাদের একমাত্র সন্তান আসিফ ইমতিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক, বর্তমানে লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্সে (LSE) স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে পিএইচডি করছেন। পূত্রবধু নুসরাত নওশীন প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা, বর্তমানে কর্মরত আছেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে।
আরইউ