খালেদ হোসেন টাপু, রামু কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারিয়ানালা হাজ্বী মোহাম্মদ সাঁচী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জোয়ারিয়ানালা হাজ্বী মোহাম্মদ সাঁচী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি।
জোয়ারিয়ানালা হাজ্বী মোহাম্মদ সাঁচী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সচিব আজিজুল হক সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন সময়োপযোগী কর্মসূচি বাস্তবায়নের ফলে শিক্ষা খাতে প্রশংসনীয় সাফল্য অর্জিত হয়েছে।
বিনামূল্যে বই বিতরণের পাশাপাশি বিভিন্ন ধরনের মেধাবৃত্তি, উপবৃত্তি প্রদান করছে। উচ্চশিক্ষার সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বহুলাংশে বাড়ানো হয়েছে।
বিদ্যালয়ের মান উন্নয়নে শিক্ষা, ক্রীড়া, স্কাউট, সাংস্কৃতিক, ধর্মীয়, শৃংখলাসহ বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। এ সকল কমিটিতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সম্পৃক্ততা করা হয়।
এ বিদ্যালয়কে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়াকে পুনরায় কো-অপ্ট সদস্য নির্বাচিত করা হয়।
এতে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির অভিভাবক সদস্য উত্তম মহাজন, ছৈয়দ আলম, নুরুল ইসলাম লিটন, মো. সেলিম, শিক্ষক প্রতিনিধি নুরুল হুদা, ফরিদুল আলম, রোকসানা আক্তার।
এদিকে জোয়ারিয়ানালা হাজ্বী মোহাম্মদ সাঁচী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইমুম সরওয়ার কমল পুনরায় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক আজিজুল হক সিকদারের নেতৃত্বে বিদ্যালয় পরিচালনা কমিটি এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করা হয়।
সময় জার্নাল/এলআর