খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন ২ জন প্রার্থী।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল,রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগকৃত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো এবং মো. ইউসুফ।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদ, গর্জনিয়ার সাংবাদিক নেজাম উদ্দিন, মো. আবদুল্লাহ ও কায়সার কামাল চৌধুরী শিমুল।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফসানা জেসমিন পপি এবং সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী।
এদিকে রামু উপজেলা নির্বাচন অফিসার এসএম মহীউদ্দীন মনোনয়ন পত্র জমার বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার ছিল মনোনয়ন ফরম জমাদানের শেষ সময়। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাই হবে ৫ মে, মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তারিখ ৬ ও ৮ মে, আপিল নিষ্পত্তি ০৯-১১ মে, প্রার্থিতা প্রত্যাহারের দিন ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ হবে ২৯ মে।
সময় জার্নাল/এলআর