মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
তীব্র তাপদাহের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা পরিষদ নির্বাচনে টিয়া পাখি প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ সেলিম। শুক্রবার (৩ মে) বিকেলে উপজেলার আবুতোরাব বাজারে অলিতে গলিতে প্রচার প্রচারণায় টিয়া পাখি প্রতীকে ভোট প্রার্থনা করেন শেখ সেলিম।
এরই মধ্যে ভোটের হাওয়া বইছে মিরসরাই উপজেলাজুড়ে। হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। সাধারণ ভোটাররা বলছেন সুখে দুখে যে মানুষ জনগণের পাশে থাকবে তাকেই নির্বাচিত করবেন তারা।
ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ সেলিম বলেন, নির্বাচনে বিজয়ী হলে মিরসরাই হবে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটি আধুনিক যুগোপযোগী উপজেলা।
ভোটের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে ভোটের মাঠ। প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠছে মিরসরাই জনপদ।
আগামী ৮ মে প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন। এবার মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪ জন প্রার্থী লড়াই করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে টিয়া প্রতীকের প্রার্থী শেখ সেলিম এবং চশমা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের মধ্যে এমন আভাস সাধারণ মানুষদের মাঝে।
সময় জার্নাল/এলআর