স্পোর্টস ডেস্ক:
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে মাঠে গড়াবে আইসিসির জমজমাট এই টুর্নামেন্ট। এবারের আসরের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও খেলবে টাইগাররা।
তবে জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি নেয়া যায় না বলেই কয়দিন আগে মন্তব্য করেছেন লাল-সবুজের দলের সাবেক অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সঙ্গে বলেছিলেন, সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই ঢাকা প্রিমিয়ার লিগ সংক্ষিপ্ত ফরম্যাটে হলে ভালো হতো। সাকিবের এমন মন্তব্য নিয়ে বিসিবি সভাপতি ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন আজ মুখ খুললেন গণমাধ্যমে।
সাকিব বলেন, ‘(ডিপিএলের) সুপার লিগটা টি–টোয়েন্টি সংস্করণে হলে ভালো হতো, ক্রিকেটারদের জন্যও সুবিধা হতো। ক্রিকেটারদের কথা কারও ভাবা উচিত ছিল। এ রকম পরিস্থিতিতে সারা দিন রোদের মধ্যে খেলানো ক্রিকেটারদের জন্য খুবই অমানবিক।’
গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানিয়েছেন, ডিপিএল লিস্ট ‘এ’ ক্রিকেটের অন্তর্ভূক্ত হওয়ায় এখানে টি-টোয়েন্টি সংস্করণের সুযোগ নেই। সাকিবের সামনে টি-টোয়েন্টি খেলার সুযোগ থাকলেও তিনি ৫০ ওভারের ডিপিএলকেই বেছে নিয়েছেন বলে দাবি পাপনের।
এ বিষয়ে পাপন বলেন, ‘আমার মনে হয় সে আপনাদের সঙ্গে দুষ্টুমি করেছে। সে তো টি-টোয়েন্টি খেলতে পারত (জিম্বাবুয়ের বিপক্ষে)। কিন্তু ওয়ানডে ফরম্যাটকে (ডিপিএল) বেছে নিয়েছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ সংস্করণের প্রস্তুতির বিষয়েও সাকিবের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন পাপন। তার যুক্তি, বছরের শুরু থেকে বিপিএল, এরপর শ্রীলঙ্কার এখন জিম্বাবুয়ে সিরিজ; সব মিলিয়ে প্রস্তুতির ভালো সুযোগ পেয়েছে ক্রিকেটাররা। পাপন বলেন, ‘ বিপিএল খেললাম, শ্রীলঙ্কা সিরিজ খেললাম, এখন জিম্বাবুয়ে সিরিজ, তার পরও প্রস্তুতি লাগবে?’
এমআই