শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত "জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২৪" এর প্রথম রাউন্ডে প্রিমিয়ার ইউনিভার্সিটি'র বিপক্ষে বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।
শনিবার (১১ই মে) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ টেলিভিশন এর (বিটিভি) ঢাকার, রামপুরা কেন্দ্রে অনুষ্ঠিত হয় জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড। উক্ত রাউন্ডে নির্ধারিত বিষয়ের পক্ষে অংশগ্রহণ করে প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং বিপক্ষে অংশগ্রহণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।
এতে প্রতিপক্ষ দল প্রিমিয়ার ইউনিভার্সিটিকে ৩-০ ব্যালটে হারিয়ে বিজয়ী হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হন দলটির দলনেতা মো: সোহাগ আহমেদ।
বিজয়ী দলের প্রধান তিন সদস্য হলেন মো: লাবিব রহমান, মো: সোহাগ আহমেদ এবং মো: মুহসিন জামিল। এছাড়াও, সহযোগী সদস্যরা হলেন শাকিল আহমেদ সবুজ, পরাগ বড়ুয়া নিলয়, মোফাজ্জল হোসেন মোজাহিদ এবং মো: এনায়েত হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জান্নাতুল ফেরদৌস বলেন, " বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকটাপন্ন অবস্থায় আমাদের জাতীয় পর্যায়ে এ ধরনের একটি অর্জন নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের। আমরা সবসময়ই বিতার্কিকদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।
আশা করি আমাদের এই দল পরবর্তী রাউন্ড গুলোতেও ভালো করবে। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এভাবে নিজেদের সংগঠন ও বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করতে সর্বদা বদ্ধপরিকর।
সময় জার্নাল/এলআর