নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে সমবায় অধিদপ্তরে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সমবায়ভিত্তিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক উন্নয়ন কর্মপরিকল্পনা” প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে ২০২৪) তারিখে সমবায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো:শরিফুল ইসলাম এর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সমবায়ভিত্তিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনার মাধ্যমে সমবায়ীদের জীবনমান উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন” সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক আহসান কবীর, মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরী, জেবুন নাহারসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখা কর্তৃক সমবায়ভিত্তিক কৃষির আধুনিকায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে একটি উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনা করা হয়। সভায় বঙ্গবন্ধুর সমবায় দর্শনের মূল ভিত্তি কৃষিতে যৌথ চাষ, আধুনিক চাষাবাদ প্রচলন, যান্ত্রিকীকরনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পন্যের বাজার লিংকেজ স্থাপনের লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উল্লেখ্য, প্রধানন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১৩ মার্চ ২০২৪ অনুষ্ঠিত মন্ত্রী সভার বৈঠক “ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সমবায়ভিত্তিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে কৃষি মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করিবে মর্মে গৃহীত সিদ্ধান্তের আলোকে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এমআই