মো. জাহিদুল হক, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের প্রযোজনায় থিয়েটার প্রেমীদের জন্য দীর্ঘদিন পর মঞ্চে আসছে প্রখ্যাত নাট্যকার সাঈদ আহমদের অ্যাবসার্ড নাটক 'কালবেলা'।
বৃহস্পতিবার (২৩ মে) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটের মিলনায়তনে বিকাল সোয়া পাঁচটা ও সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে নাটকটি। এর আগে চলতি বছরের ২১ মার্চ নাটকটি ৩য় বর্ষ নির্দেশনা পরীক্ষা প্রযোজনা হিসেবে চবি নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে প্রথম মঞ্চায়ন হয়।
কালবেলা নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগ ৩য় বর্ষের শিক্ষার্থী এম এ সামী ও সহকারী নির্দেশনায় ভূমিকা রেখেছেন আব্দুল্লাহ আল মোছাফফা নিপু, আসিফ ইকবাল রুদ্র, সান্ত্বনা ধর, রবিউল ইসলাম এবং সায়মা আক্তার।
নাটকটির বিষয়বস্তু জীবনের পরম সত্য ‘মৃত্যু’ কে আবিস্কারের এক নান্দনিক সৃষ্টি। চারদিকে সমুদ্র বেষ্টিত এক দ্বীপকে ঘিরে। বস্তুত এই দ্বীপ সম্পূর্ণ বিশ্বজগতেরই প্রতিরূপ। উপেং পুরোহিত নিবেদিতার মাধ্যমে ভবিষ্যৎ বলে দেবার প্রয়াস করে।
জানা যায় আজ সন্ধ্যা সাতটায় প্রচণ্ড এক ঘূর্ণিঝড়ের সবকিছু ধ্বংস হয়ে যাবে। খানিকক্ষণ পরেই যেহেতু সব কিছু শেষ হয়ে যাবে তাই দ্বীপ বাসী নিজেদের জীবনের অপূর্ণ সাধ, ইচ্ছা, আকাঙ্ক্ষাকে ভিন্ন ভাবে উপলব্ধি করে।
ফলে সকলে নিজেদের সত্ত্বা, পরম্পরা , দ্বিধা-দ্বন্দ্ব যুদ্ধ-সংঘর্ষ কে পাশ কাটিয়ে এই অন্তিম সময়ে শৈশবের ফেলে আশা সেই সুদিনের আনন্দ,হাসি , খেলাধুলা, ঘটনা ও স্মৃতিরোমন্থন করে নিজেদের মধ্যে বন্ধুত্বের বন্ধনে শেষ সময় টা কাটানোর চেষ্টা করে। চিন্তা করে কেন এত এত অনর্থক জীবনের পথে ছুটে চলা? কেন এতো উদ্দেশ্যহীন যাত্রা অন্তিম ঠিকানা তো একটাই । তাই অর্থহীন জীবনের ব্যর্থতা ও গ্লানি কে আর দ্বন্দ্বময় না রেখে জীবনকে উপভোগ করাই জীবনের সার্থকতা।
উদ্দেশ্যহীন যাত্রার অবসান ঘটানোর প্রয়াস নিয়ে নাট্যপ্রেমীদের পেক্ষাগৃহে আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই একদল নাটকের শিল্পীরা।
সময় জার্নাল/এলআর