খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে রামু কোমলমতি খেলাঘর আসর।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্না ও সাধারণ সম্পাদক এম জসীম উদ্দীন, কক্সবাজার বেতারের কণ্ঠশিল্পী ও সংগীত প্রশিক্ষক শাহজাদি রোমেনা পাপঁড়ি, খেলা ঘরিয়ান সঞ্জীব শর্মা, ডাঃ বুলবুল কান্তি দে রামু প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক খালেদ হোসেন টাপু, সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়েব সাঈদ, বাপন ধর, টিপু বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন কোমলমতি খেলাঘর আসরের আহ্বায়ক রাজিব বড়ুয়া।
অনুষ্ঠানে রামু কোমলমতি খেলাঘর আসর। শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা, গান ও নৃত্য পরিবেশন করা হয়।
সভায় বক্তারা বলেন কাজী নজরুল ইসলাম ছিলেন একজন সাম্যবাদী কবি। নারী-পুরুষের ভেদাভেদ, ধনী-গরিবের ভেদাভেদ উপেক্ষা করে তিনি যে সাহিত্য চর্চা করে গেছেন সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
সময় জার্নাল/এলআর