স্পোর্টস ডেস্ক:
আজ বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। নিজেদের মুড়িয়ে নিচ্ছে আনুষ্ঠানিকতার আবরণে। যদিও প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে প্রস্তুতি ম্যাচ দিয়ে। যেখানে খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
অর্থাৎ আজ আবারো যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে সদ্য শেষ হওয়া সিরিজের কোনো অংশ হিসেবে নয়, বাংলাদেশ এই ম্যাচ খেলবে আইসিসির নির্দেশনায় বিশ্বকাপের অংশ হিসেবে। বিশ্বকাপ পূর্ব আইসিসির নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটায় মুখোমুখি হবে দুই দল।
বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ আরো সপ্তাহদুয়েক আগে। তবে সরাসরি বিশ্বকাপের আবরণে নিজেদের মুড়িয়ে নেয়নি, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যদিও টাইগাররা প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করে ২-১ ব্যবধানে।
প্রথম প্রস্তুতি ম্যাচে আজ (মঙ্গলবার) টেক্সাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। যা বিশ্বকাপের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে আগামী ২ জুন পর্দা উঠবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের যাত্রা অবশ্য শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচটাও খেলবে বাংলাদেশ এই একই মাঠে, গ্রান্ড প্রেইরিতে। ফলে এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণই টাইগারদের জন্যে।
তবে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে বিশ্বকাপের উদ্বোধনী দিনে। সেদিনই ভারতের বিপক্ষে নিজেদের শেষ ও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
সময় জার্নাল/এলআর