নিজস্ব প্রতিবেতদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ক্রিমিনাল জুরিসডিকশনের ৩ টি নতুন বেঞ্চ বৃদ্ধি করা হয়েছে। রবিবার থেকে যা কার্যকর হবে।
বৃহস্পতিবার (৬ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক প্রধান বিচারপতির কাছে বেঞ্চ বৃদ্ধির আবেদন করলে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নতুন তিনটি বেঞ্চ গঠন করে দেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, জুনিয়র আইনজীবীদের দাবীর প্রেক্ষিতে আজ দুপুরে মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে ক্রিমিনাল জুরিসডিকশনের কয়েকটি বেঞ্চ বৃদ্ধির আবেদন করলে মাননীয় প্রধান বিচারপতি তৎক্ষণাৎ তিনটি নতুন বেঞ্চ গঠন করে দেন। আগামী রবিবার থেকে কার্যকর হবে। মাননীয় প্রধান বিচারপতিকে সকল আইনজীবীদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এমআই