মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

মোরেলগঞ্জে ৫০টি গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর দেওয়া বাসস্থান

মঙ্গলবার, জুন ১১, ২০২৪
মোরেলগঞ্জে ৫০টি গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর দেওয়া বাসস্থান

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ:

বাগেরহাটের মোরেলগঞ্জে আরও ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দেওয়া ঘরসহ দলিল।

মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘর ও জমির দলিল হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী হস্তান্তর করা আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে এ পর্বে ৫০টি পরিবার পেয়েছেন নিরাপদ বাসস্থান ও জমির মালিকানা। প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান গৃহহীনদের হাতে দলিল ও ঘরের চাবি বুঝিয়ে দেন।

সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো. আব্দুল্লাহ আল জাবির ও আইসিটি বিষয়ক কর্মকর্তা ত্রিদীপ সরকার এ সময় উপস্থিত ছিলেন। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল