এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে হাইজিন কিটস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার খাউলিয়া ইউনিয় পরিষদ চত্তরে ক্ষতিগ্রস্থ ২শত পরিবারের মাঝে হাইজিন কিটস বিতরণ করেন বে-সরকারী উন্নয়ন সংস্থা নবলোক। সাইক্লোন রেমাল-রিলিফ এন্ড আর্লি রিকভারি-২০২৪ প্রকল্পের মধ্যমে নবলোক ওই হাইজিন কিটস বিতরন করেন।
এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান, নবলোকের কে-অর্ডিনেটর মনিটরিং এন্ড ইভালুয়েশন মোঃ রিয়াদুল করিম, মাঠকর্মী রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।
হাইজিন কিটস পাওয়া ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পারুল বেগম বলেন, ঘূর্ণিঝড় রেমালের পর কেউ খোজ নেয়নি। এই প্রথম কিছু পেলাম। এতেই আমরা খুশি। শুনছি এই নবলোক আরো টাহা পয়সাও দিবে।
নবলোকের কে-অর্ডিনেটর মনিটরিং এন্ড ইভালুয়েশন মোঃ রিয়াদুল করিম জানান, ঘূর্ণিঝড় রেমালের পর আমরা খাউলিয়া ইউনিয়নের বেশী ক্ষতিগ্রস্থ নদী তীরবর্তি ও পানি উন্নয়ন বোর্ডে ভেরি বাঁধের বাহিরে জলোচ্ছাসে প্লাবিতদের তালিকা প্রস্তুত করে ক্ষতি গ্রস্থদের মাঝে হাইজিন কিটস বিতরণ করছি।
সময় জার্নাল/এলআর