সময় জার্নাল ডেস্ক:
সারাবছর বলতে না পারলেও আজ বলে ফেলুন। 'বাবা তোমায় ভালবাসি'। কারণ আজ বাবা দিবস। জুন মাসের তৃতীয় রোববার এই দিনটি পালন করা হয়। বিশ্বের প্রায় ১১১টি দেশ এই দিনে পালন করে বাবা দিবস। এ দিনটিতে বাবাদের নানাভাবে শুভেচ্ছা জানান বা স্মরণ করেন সন্তানরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ে বাবাকে নিয়ে লেখা কারো মজার স্মৃতি, কেউবা বলছেন মনের না বলা কথা। যা হয়তো কখনো সামনাসামনি বলা হয়নি।
প্রত্যেক সন্তানের কাছেই বাবা তাদের স্পেশাল হিরো। আর তাই বাবাকে সম্মান জানাতে, ভালোবাসা জানাতে পালিত হয় এই বিশেষ দিনটি। মা দিবস পালন হচ্ছে কয়েকশো বছর ধরে। সেই তুলনায় বাবা দিবস অনেক নতুন। যুক্তরাষ্ট্রে প্রথম চালু হয়েছিল বাবা দিবস পালন। ওয়াশিংটনের সোনোরা লুইস স্মার্ট নামের একজন নারী এই দিন উদযাপন শুরু করেন। ষষ্ঠ সন্তানের জন্ম দিতে গিয়ে তার মা মারা গেলে তার বাবা পরিবারটিকে বড় করে তোলেন।
১৯০৯ সালে সোনোরা গির্জার একটি বক্তব্যে মা দিবসের কথা জানতে পারেন। তখন তার মনে হলো, বাবার জন্যও এরকম একটি দিবস থাকা উচিত।স্থানীয় বেশ কয়েকজন ধর্মযাজক তার এই আইডিয়াটি গ্রহণ করেন। ধারণা করা হয়, ১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো বাবা দিবসটি পালন করা হয়, যদিও তা আনুষ্ঠানিক ছিল না।
১৯৬৬ সালে মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন সিদ্ধান্ত নেন যে, প্রতি বছর জুনের তৃতীয় রবিবার বাবা দিবস হিসেবে পালন করা হবে। ছয় বছর পর প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এটিকে আইনে পরিণত করেন। তবে বিশ্বের একেক দেশে বাবা দিবসের পালন করা হয় একেকভাবে।
সময় জার্নাল/এলআর