নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর যাত্রাবাড়ী থানার মোমেনবাগ এলাকার একটি বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এর কলে বাড়ির গ্যারেজ ও দোতলার একটি রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)। তিনি জনতা ব্যাংকের সাবেক গাড়িচালক ছিলেন। তাদের ছেলে ইমন পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই)।
পুলিশের ধারণা ডাকাতি নয় বরং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানার পুলিশ। বাসার নিচতলার পার্কিংয়ে শফিকুরের মরদেহ দেখতে পায়। তার গলা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। পরে দোতলায় গিয়ে শোবার ঘরে মশারির ভেতর স্ত্রী ফরিদার মরদেহ পাওয়া যায়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারি বিভাগের (ডেমরা-যাত্রাবাড়ী) জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নাহিদ ফেরদৌস।
তিনি বলেন, আজ সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এর দেওয়া তথ্যের ভিত্তিতে মোমেন বাগে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডাকাতি নাকি হত্যা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। এটা পরিকল্পিত হত্যা বলে আমাদের মনে হচ্ছে। আমরা কাজ করছি। বিস্তারিত এখানই বলা যাচ্ছে না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুর-ফরিদা দম্পতি পশ্চিম মোমেনবাগের আড়াবাড়ি বটতলায় নতুন একটি চারতলা বাড়ি তৈরি করেছেন। তারা দোতলায় থাকতেন। নিচতলার এক পাশ এবং তিন ও চারতলা ভাড়া দেওয়া। এই দম্পতির একমাত্র ছেলে পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) উপপরিদর্শক (এসআই) ইমন ও তার স্ত্রী একই বাসায় মা–বাবার সঙ্গে থাকেন। গতকাল বুধবার রাতে ইমন তার দাদাবাড়ি ফেনী এবং তার স্ত্রী নিজের বাবার বাড়িতে চলে যান।
সময় জার্নাল/এলআর