রোকনুজ্জামান, বগুড়া: বগুড়ার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেন জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বৃহঃস্পতিবার সকাল আটটায় বগুড়া'র মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজে মানববন্ধন করেন কলেজের শিক্ষার্থীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষার্থী শাহাদত, আবু ইউসুফ, নাইম হাসান, কামরুল ইসলাম, আবু সাইদ,জোবায়ের, মিশাল, হযরত আলিসহ আরো অনেকে।
সকাল নয়টায় মানববন্ধন করেন উথলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও জেলার বগুড়া সদর, শিবগঞ্জ, আদমদীঘি, দুপচাঁচিয়া, কাহালু, নন্দীগ্রাম, শেরপুর ও শাজাহানপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে মানববন্ধণ করতে দেখা যায়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, "লকডাউনের মধ্যে যদি মার্কেট, যানবাহন চলতে পারে তাহলে কেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে"। তারা আরো বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে-মেয়েরা এখন ফ্রি ফায়ার ,পাবজি সহ বিভিন্ন অনলাইন গেমসের প্রতি আসক্ত হয়েছে। এমন কি তারা দিন দিন বিভিন্ন অনৈতিক কাজেও জড়িত হচ্ছে। এভাবে চললে জাতি যেমন মেধা শূন্য হবে, তেমনি দিন দিন বেকারত্বের সংখ্যাও বাড়তে থাকবে"।
সকল শিক্ষার্থীরা জোর দাবি জানান যে, অতি দ্রুত শিক্ষার্থীদের ভ্যাকসিন দিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সময় জার্নাল/এমআই