শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ভাষাসৈনিক মো: মুস্তাফিজুর রহমানের নাগরিক শোকসভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪
ভাষাসৈনিক মো: মুস্তাফিজুর রহমানের নাগরিক শোকসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ ( বিএইচআরপি) এর প্রধান উপদেষ্টা, জাতিসংঘে দাপ্তরিক কাজে বাংলা সন-তারিখ প্রচলন করার প্রস্তাবক এবং " জাতিসংঘের দাপ্তরিক কাজে বাংলা তারিখ ব্যবহার করা হোক "/ "INCLUSION OF BANGLA DATE IN UN OFFICE " গ্রন্থের লেখক, প্রখ্যাত ভাষাসৈনিক মো: মুস্তাফিজুর রহমান ( ১৯৩১-২০২৪ ) এর নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে ( বিএইচআরপি) (১৩ আষাঢ়/২৭ জুন) বৃহস্পতিবার বিকেল ৪ টায় রাজধানীর পরিবাগের সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র মিলনাতনে এ শোক সভা অনুষ্ঠিত হয়।


বিএইচআরপির সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে ডা. হাফিজুর রহমান সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মুকবুল হক। 

শোক সভায় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাজেদা রফিকুন নেসা, বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ড. মোহাম্মদ জাকরিয়া, ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ এর সভাপতি ড. মোমতাজ উদ্দিন আহমদ, ভাষাগবেষক মহিউদ্দিন আহমেদ চৌধুরী,ভাষাসৈনিক মো: মুস্তাফিজুর রহমান এর পুত্র আল মুতাছিম, ভাষাসৈনিক মো: মুস্তাফিজুর রহমান কন্যা মাসুমা আক্তার,ভারত থেকে আগত কবি ও ছোট গল্পকার মতিয়ার রহমান, কবি ফরিদ সাইদ, কবি সৈয়দ নাজমুল আহসান,সৈয়দ আনিসুর রহমান,সৈয়দ সরোয়ার হোসেন, একেএম আশরাফ উদ্দিন  ভাষা আন্দোলন গবেষক শাহ সিদদিক, গবেষক এম জি কিবরিয়া দীপু,সংগঠক মোসলেহ উদ্দিন খান মজলিস,  প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত আরো ছিলেন অভিনেতা নুর হোসেন রানা,সংগঠক কাজী জামাল নাসের, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু'র কন্যা ফারহানা ওয়াহেদ তুনা, মোঃ কামাল ভুইয়া,জিয়ন এর পরিচালক নুরুল হক,সংগঠক মুস্তাফিজ সুজন, ডাঃ মআআ মুক্তাদীর,রিয়াদ মাহমুদ  খান, কবি শশী । 

প্রধান অতিথি বিচারপতি সিকদার মুকবুল হক তার বক্তব্যে ভাষাসৈনিক মো: মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য ভাষাসৈনিকদের সাথে তার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতায় ভাষাসৈনিকদের গৌরবময় অবদান রয়েছে। তাদের মাধ্যমেই সংগ্রামের শুরু হয়েছিল। তিনি ২১‌ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করার বিষয়েও আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে সোহেল মো. ফখরুদ-দীন টাঙ্গাইলে ভাষাসৈনিক মো: মুস্তাফিজুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করার প্রস্তাব করেন। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল