আদালত প্রতিনিধি:
সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের বিষয়ে মঙ্গলবার (২ জুলাই) শুনানি হওয়ার কথা রয়েছে।
হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি শুনানি হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
এর আগে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস রোববার (৩০ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
রিটকারি আইনজীবী ছিলেন সুবীর নন্দী দাস বলেন, ‘সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করেছি। আজ এই রিটের শুনানি হবে।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, ‘সরকারি কর্মচারীদের সম্পত্তির বিবরণীর নিদের্শনা চেয়ে পিআইএল (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) করার অনুমতি চেয়ে রোববার( ৩০ জুন) আবেদন করেন আইনজীবী সুবীর নন্দী দাস। পরে আদালত রিট করার অনুমোদন দেন।’
সম্প্রতি সরকারের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তার দুর্নীতির অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের নামও রয়েছে। এ দুই কর্মকর্তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। এরই মধ্যে দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত।
সময় জার্নাল/এলআর