সিয়াম, বেরোবি প্রতিনিধি:
কোটা দিয়ে কামলা নয় মেধা দিয়ে আমলা চাই' স্লোগানের মধ্য দিয়ে ২০১৮ সালের পরিপত্র বহাল,সাপেক্ষে কমিশন গঠন করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আজ সোমবার (৩ জুলাই) বিকেল ৪টায় কেন্দ্রীয় লাইব্রেরী থেকে একটি মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইটে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও বক্তবের মাধ্যমে সমাবেশ শেষ করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিবিন্ন বিভাগের শিক্ষার্থী সমাবেশ ও বিক্ষোভে অংশগ্রহণ করে এবং হাতে পোস্টার আর 'কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই' 'বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই' স্লোগানে মুখরিত হয় বেরোবি ক্যাম্পাস।
সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদের দাবি দাওয়া উপস্থাপন করে। সুমন নামে এক শিক্ষার্থী বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলোও আমরা এখনো বৈষম্য শিকার হচ্ছি। আমরা চাইনা কোটা সম্পূর্ণ বাতিল হোক,কোটা থাকুক,তবে সেটা সামান্য এই আইন করেই পরিপত্রটি পাস হোক।
এইচআইএস ডিপার্ট্মেন্টের শিক্ষার্থী সোহান বলেন,আমাদের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আমাদের এখন পড়াশোনা করার কথা, ক্লাসে থাকার কথা ল্যাবে থাকার কথা অথচ আমরা আজ রাস্তায় নেমে আন্দোলন করা লাগছে।
যেখানে আমাদের বাংলাদেশে প্রশাসনকি পর্যায়ে মেধাবীদের প্রয়োজন সেখানে আমার কোটার মাধ্যমে অদক্ষ, অযোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দিচ্ছি এটা জাতির সাথে মশকরা ছাড়া কিছুই না এর ফলে যে চাকরি পাচ্ছে ঘুরেফিরে তার সন্তানরাই চাকরি পাচ্ছে অথচ একজন রিকশা চালকের সন্তান যতোই মেধাবী হোক না কেনো কোটা প্রথা সিস্টেমের কারণে সে চাকরি পাচ্ছে না। আমরা এই বৈষম্য মানি না এই বৈষম্যের বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান কোন সরকার বা জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের কোন অবস্থান নেই।
এছাড়াও আন্দোলনরত বিভিন্ন শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষকদের সমর্থন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
সময় জার্নাল/এলআর