নিজস্ব প্রতিবেদক: আজও রাজধানী ঢাকাসহ এর আশেপাশের এলাকায় থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রাজধানীতে বৃষ্টি হতে দেখা গেছে। এছাড়া সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (১২ জুন) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীতে হয়তো একটানা বৃষ্টি হবে না। কিন্তু থেমে থেমে সারাদিনই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। ঢাকার আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা রোদের দেখাও মিলতে পারে।
আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশে বিস্তার লাভ করেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজ করছে।
রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা আগের চেয়ে কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আজ-কাল বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের নদীবন্দরে সতর্ক সংকেত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলো ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ সতর্ক সংকেত বেড়ে ৩ নম্বর হতে পারে। ওই সময়ে ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৯০ কিলোমিটার।
সময় জার্নাল/এমআই