ইবি প্রতিনিধি:
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি বাঁধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল ও সমাবেশ করেন তারা। এসময় মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন। মিছিলটি ক্যাম্পাসের বটতলা চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসময় শিক্ষার্থীদের ‘ভাইয়ের বুকে বুলেট কেন, প্রশাসন জবাব চাই’, ‘ভয় দেখিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘প্রশাসন ভুয়া, ভুয়া ভুয়া’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ইত্যাদি স্লোগানে বিক্ষোভস্থল মুখর হয়ে ওঠে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, হামলা-মামলার ভয় দেখিয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন বন্ধ করা যাবে না। হামলার পর আন্দোলনে উপস্থিতি আরও বেড়েছে। হলে সিট দেওয়ার লোভ দেখিয়ে অথবা খিচুড়ির প্যাকেটের লোভ দেখিয়ে নয়, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছে। শিক্ষার্থীরা একবার ক্ষিপ্ত হলে তার পরিণাম কি হতে পারে তা আপনাদেরই ভালো জানা। হামলা করে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না।
তারা আরও বলেন, আমাদের দাবি সরকারের নির্বাহী বিভাগের কাছে। অতি দ্রুত দাবি মেনে নিয়ে আমাদের পড়ার টেবিলে যাওয়ার সুযোগ করে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথের একটি মাটিও ছাড়বো না।
এমআই