যবিপ্রবি প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের এক দফা দাবিতে যশোর শহরের পালবাড়ি ও দড়াটানায় বিক্ষোভ মিছিল করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২ টায় যশোর শহরের পালবাড়ি থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দড়াটানায় পৌছায়।
এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ,’ ‘আমি নই তুমি নও, রাজাকার রাজাকার, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘আমি কেন রাজাকার, জবাব চাই জবাব চাই’- ইত্যাদি স্লোগান দেন।
উল্লেখ্য, এর আগে ৭ জুলাই থেকে ১৩ জুলাই সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলো কোটা আন্দোলনকারীরা। ১৩ জুলাই পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কর্মসৃচি বাস্তবায়নে বাংলা ব্লকেড, স্মারকলিপি সহ সকল কর্মসৃচিতে অংশগ্রহণ করে যাচ্ছে।
এমআই