বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কোটা পদ্ধতি সংস্কারের বর্তমান ইস্যুতে ছাত্রলীগ, ছাত্রইউনিয়ন, ছাত্রফ্রন্ট এবং সাধারণ শিক্ষার্থীরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করার চেষ্টার প্রতিবাদে বাকৃবি শাখা ছাত্রলীগ সোমবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ৩ টার দিকে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে মুক্তমঞ্চে এসে শেষ হয়। সমাবেশে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, "কোটা আন্দোলনের নামে সরকার পতনের আন্দোলন যারা করছে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।"
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিকাল সাড়ে চারটায় আব্দুল জব্বার মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি কেআর মার্কেট হয়ে আব্দুল জব্বার মোড়ে গিয়ে শেষ হয়। ছাত্রইউনিয়নের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন এবং সারাদেশের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান।
এদিকে, সরকারি চাকরির সকল গ্রেডে বৈষম্যমূলক কোটার যৌক্তিক সংস্কার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মুক্তমঞ্চ থেকে আব্দুল জব্বার মোড়ে বিক্ষোভ মিছিল করে এবং সড়ক অবরোধ করে সমাবেশ করেন। বিক্ষোভে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সৌমি বড়ুয়া বলেন, "আমাদের আন্দোলন যৌক্তিক। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই আমাদের দাবি মেনে কোটার যৌক্তিক সংস্কারের জন্য সরকার পদক্ষেপ নেবে।"
এমআই