সাইদ আহম্মদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়:
অনির্দিষ্টকালের জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৭ জুলাই) দুপুর ৫ টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১০টায় শেকৃবি উপাচার্যের ক্ষমতাবলে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, আজ বিকেল ৫টার ভেতরে সকল শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
আইন অনুযায়ী জরুরি অবস্থার ভিত্তিতে উপাচার্য সিন্ডিকেট মিটিং ছাড়াও সভা ডেকে সিদ্ধান্ত গ্রহণ করে তা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে পারে।
সময় জার্নাল/এলআর